কুঞ্চিত অলকা উপরে অলিমণ্ডলী
মল্লিকা মালতী মালে।
চূড়া চিকণ চারু শিখি-চন্দ্রক
টালনি আধ কপালে।।
সজনি বড়ই বিনোদিয়া কান।
কুটিল কটাখে লাখ লাখ কুলবতি
ছাড়ল কুল-অভিমান।।ধ্রু।।
মরকত মঞ্জু মুকুর মুখ-মণ্ডল
কামকামান ভুরুভঙ্গী।
মলয়জ তিলক ভাল পর বিলিখন
যাহা দেখি চাঁদ কলঙ্কী।।
পীত পতনি মণি- ভূখণ ঝলমলি
উরে দোলত বনমাল।
জ্ঞানদাস কহ অপরূপ দেখহ
বিজুরী তরুণ তমাল।।