কুচ কোরী ফল নখ-খত রেহ।
নব সসি ছন্দে অঙ্কুরল নব রেহ।।
জিব জয়ঁ জনি নিরধনে নিধি পাএ।
খনে হেরএ খনে রাখ ঝপাএ।।
নবি অভিসারিনি প্রথমক সঙ্গ।
পুলকিত হোএ সুমরি রতি-রঙ্গ।।
গুরুজন পরিজন নয়ন নিবারি।
হাথ রতন ধরি বদন নিহারি।।
অবনত মুখ কর পর জন দেখ।
অধর দসন খত নিরবি নিরেখ।।