কী পরবচনে কান্তে দেল কান

কী পরবচনে কান্তে দেল কান।
কী মন পললি কলামতি আন।।
কি দিন দোসে দৈব ভেল বাম।
কঞোনে কারণে পিআ নহিলে নাম।।
এ সখি এ সখি দেহে উপদেস।
এক পুর কাহ্ন বস মো পতি বিদেস।।
আসাপাসে মদনে করু বন্ধ।
জিবইতে জুবতি ন তেজ অনুবন্ধ।।
অবধি দিবস নহি পাবিঅ ওল।
অনিঅত জৌবন জীবন থোল।।

কতকটা এইরূপ একটি পদ রাগতরঙ্গিনীর পৃঃ ১0২-মধুসূদন ভনিতায় পাওয়া যায়। ঐ পদটি নিম্নে উদ্ধৃত হইল।

কী পর বচনে কন্তে দেল কান।
কী পর কামিনী হরল গেয়ান।।
কী তহ্নি বিসরল পুরুবক নেহ।
কী জীবন আবে পড়ল সন্দেহ।।
কী পরিণত ভেল পুরুবক পাপ।
কী অপরাধে কএল বিহি সাপ।।
কী সখি কওন করব পরকার।
কী অবিনয় দঁহু পরল হমার।।
কী হমেঁ কামকলা এক খাটি।
কী দহুঁ সময়ক ইহে পরিপাটি।।
মধুসূদন ভন মনে অবধারি।
কী ধৈরজে নহি মিলত মুরারি।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ