কি হেরিলাম নবজলধরে।
সেই হতে পরাণ কেমন করে।।
গুরুগরবিত নাহি মানে।
নিঝরে ঝরয়ে দু-নয়ানে।।
সদাই বিকল মোর প্রাণ।
অন্তরে জাগিয়া রৈল শ্যাম।।
হিয়া দুরু দুরু তাহে হেরি।
বিরলে স্মণ্ডরি রূপ ঝুরি।।
পাসরিতে করি তারে মন।
পাসরিলে নহে পাসরণ।।
কদম্বতলায় শ্যাম-চাঁদে।
হেরি কুলবতী পৈল ফাঁদে।।
এ যদুনন্দন মন ভোর।
হেরি রূপের না পায়ল ওর।।