কি হেরিনু আগো সই বিদগধরাজ।
ভকত কলপতরু নবদ্বীপ মাঝ।।
পিরীতির শাখা সব অনুরাগ পাতে।
কুসুম আরতি তাহে জগত মোহিতে।।
নিরমল প্রেমফল ফলে সর্ব্বকাল।
এক ফলে নব রস ঝরয়ে অপার।।
ভকত চাতক পিক শুক অলি হংস।
নিরবধি বিলসয়ে রস পরশংস।।
স্থির চর সুরনর যার ছায়ায় পৈসে।
বাসুদেব বঞ্চিত আপন কর্ম্মদোষে।।