কি সাধনে আমি পাই গো তারে। ও সে ব্রহ্মাবিষ্ণু ধ্যানে পায় না যারে।
স্বর্ণ শিখর যার নির্জন গোফা স্বরূপে সে তো চন্দ্রের আভা
ও সে আভা চাই, হাতে নাহি পাই, কেমনে সে রূপ যায় গো সরে।।
তিন রসের সাধন করো, রূপ স্বরূপের তত্ত্ব ধরো,
লালন কয় তবে যদি পারো প্রাণ জুড়াতে সে রূপ হেরে।