কি শুনি দারুণ কুলিশ যেমন
মাথায় পড়িয়া গেল।
আচম্বিতে হেরি এই সে অক্রূর
কোথা বা হইতে এল।।
পরাণ লইতে এই তার চিতে
স্ত্রীবধ পাতকী লাগি।
এ সব গোকুল আকুল করল
সবার বধের ভাগী।।
কিবা দেখ নন্দ ঘুচিল আনন্দ
বেড়ল আপদ আসি।
সুখ গেল দূর দুখ রহে পাশে
কেমনে বঞ্চিব নিশি।।
দর দর দর হিয়া জর জর
নন্দ যশোমতী মায়।
যাদুর সে মুখ- চাঁদ নিরখিয়া
দোঁহে কাঁদে উতরায়।।
চণ্ডীদাস কাঁদে বুক নাহি বাঁধে
যেনক বাজল শেল।
বুকেতে পশিয়া পিঠে পার হয়া
বাহির হইয়া গেল।।