কি লাগি দাঁড়ায়্যা আছ হে নাগর
না বুঝি তোহার কাজ।
না জানি সে ধনী কত বা খুঁজিছে
সকল নগর মাঝ।।
কাহার সহিতে পরম পিরীতে
রজনী বঞ্চিয়াছিলা।
না বুঝি চরিত উঠিয়া প্রভাতে
এখানে কি কাজে আইলা।।
তুরিতে চলহ বিলম্ব না কর
না রহ আমার কাছে।
আমার আঙ্গনে দেখিলে সে জনে
তোমারে হইবে লাজে।।
এতেক বচন শুনিয়া লোচন
কহয়ে নাগরবরে।
কি লাগি দাঁড়ায়্যা নাগর আছ হে
চল না আপন ঘরে।।