কি লাগি গৌর মোর।
নিজ-রস ভেল ভোর।।
অবনত করি মুখ।
ভাবয়ে পুরুব-দুখ।।
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল।।
জ্ঞানদাস কহে গোরা ।
নিজ-রসে ভেল ভোরা।।
কি লাগি গৌর মোর।
নিজ-রস ভেল ভোর।।
অবনত করি মুখ।
ভাবয়ে পুরুব-দুখ।।
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল।।
জ্ঞানদাস কহে গোরা ।
নিজ-রসে ভেল ভোরা।।