কি রূপ দেখিনু সই! কদম্বের তলে।
ঘর যাইতে না লয় মন পরাণ কেমন করে।।
নয়নে লাগল রূপ কি আর বলিব।
নিতি নব অনুরাগে পরাণ হারাব।।
নেবারিতে নারি চিত ঝুরে রাতি দিনে।
আকুল করিলে মোরে কালার বরণে।।
কালিয়া বরণ কিয়ে অমিয়ার সার।
জ্ঞান কহে না জীয়ে যে পিয়ে একবার ।।