কি রিতি করব অব হামে।
আওল আঘণ নামে।।
নাম শুনইতে উছল অন্তরে
সো রস-সায়রে পেশলি
কৌন বিহি মঝু নাহলে গেও
হাম সে পড়ি রহু একলি।।
শিশির নব নব তরুণ নব নব
তরুণি নবি নবি হোই রি।
নেহ নব নব তেজি দারুণ
দেহ ধরু জনি কোই রি।।