কি মধুর নাম শ্রবণপুটে পৈঠত
অবিচল চিত হরি নেল।
মোহিনী মন্ত্র কি অমিয়পয়োনিধি
বুঝইতে সংশয় ভেল।।
রাধা কি মধুর নারী।
ভূতলে কৌন কৈছে প্রকটায়ল
ঐছন শকতি বিথারি।।ধ্রু।।
সকুরণ দৈব বুঝলুঁ হাম কত শত
জনমে কয়লুঁ কত যাগ।
তব ইহ নাম- রতন মোহে মিলল
আজু সফল মঝু ভাগ।।
ভণি ইহ বাণী মনোরথে আকুল
পুলকপূরিত প্রতি অঙ্গ।
ধরই না থেহ নেহ ঝরু লোচনে
নরহরি কি বুঝব রঙ্গ।।