কি বলিব সখি বিশাখা এমন
করিলে বিষম কাজ।
ঘুচাইলে মোর এ গুরু গৌরব
ধৈরজ ধরম লাজ।।
চারু চিত্রপট চাতুরি করি সে
সোঁপিল আমার হাতে।
কি দিব তুলনা অতি অপরূপ
পুরুষ বিলসে তাথে।।
প্রতি অঙ্গে কত অনঙ্গ মুরুছে
সুচারু বদনশশী।
সাধে সাধে মেনে তা পানে চাহিতে
হিয়ায় রহল পশি।।
ছাড়াইব বলি বিচারিতে চিতে
পরাণ ছাড়িয়া যায়।
কহে নরহরি ঠেকিলে সুন্দরি
ছাড়াইতে নারিবে তায়।।