কি পেখিলু বরজ রাজকুল নন্দন
ভাগ্যেতে রহল পরাণ।
নিরখিতে রসনিধি আমারে না দিল বিধি
প্রতি অঙ্গে অধিক নয়ান।।
একে চিকনিয়া তহু কাঞ্চ আভরণ
কিরণে ভুবন উজোর।
হেরইতে লোচনে লোর প্রসারল
না চিনিলুঁ কালা কি গোরা।।
সহজ দৃগঞ্চল অরুণ কঞ্জদল
তাহে কত ফুলশর সাজ।
শ্যামরূপ মাধুরি না হেরিলু দিঠি ভরি
শেল রহল হৃদি মাঝ।।
সরস কপোলে লোলমণি কুণ্ডল
ঝাঁপই দিনকর ভাস।
ওরূপ বিলাস আশ ভরি না পেখলুঁ
দুখী বড় গোবিন্দদাস।।