কি পেখলুঁরে সখি গৌরকিশোর।
নটবর নাগর বয়স কিশোর।।
বেশ ভূষণ হেরি লাগএ চঙ্ক।
কেবল কুলবতী মুরতি কলঙ্ক।।
কঞ্জ অরুণিম নয়ন সন্ধান।
জনু মেনে হাসি মদন মুরছান।।
কি কহবরে সখি তোহারি সমাজ।
গুরুজন গৌরব না রহে লাজ।।
কহ কবিশেখর বচন নিরাস।
দূরে কর তাকর পরশ কি আশ।।