কি দিব কি দিব বন্ধু মনে করি আমি।
যে ধন তোমারে দিব সেই ধন তুমি ।।
তুমি ত আমার বন্ধূ সকলি তোমার।
আমার ধন তোমায় দিব কি আছে আমার।
এ সব দুঃখের কথা কাহারে কহিব।
তোমার ধন তোমায় দিয়া দাসী হৈয়া রব।।
নরোত্তম দাসে কহে শুন গুণমণি।
তোমার অনেক আছে আমার কেবল তুমি।।