কি ক্ষণে হইল দেখা নয়নে নয়নে।
তোমা বন্ধু পড়ে মনে শয়নে স্বপনে।।
নিরবধি থাকি আমি চাহি পথ পানে।
মনের যতেক দুঃখ পরাণে তা জান।।
শাশুড়ী ক্ষুরের ধার ননদিনী আগি ।
নয়ন মুদিলে বলে কান্দে শ্যাম লাগি।।
ছাড়ে ছাড়ুক নিজ জন তাহে না ডরাই।
কুলের ভরমে পাছে তোমারে হারাই।।
কান্দিতে কান্দিতে কহে নরোত্তম দাসে।
অগাধ সলিলের মীন মরয়ে পিয়াসে।।