কি কহব হে সখি পামর বোল।
পাথর ভাসল তল গেল সোল।।
ছেদি চম্পক চন্দন রসাল।
রোপল সিমর জিবন্তি মন্দাল।।
গুনবতি পরিহরি কুজুবতি সঙ্গ।
হিরা হিরন তেজি রাঙ্গতি রঙ্গ।
পণ্ডিত গুনি জন দুখ অপার।
অছয় পরম সুখ মূঢ় গমার।।
গিরিহি নিবিহিত রাঙ্ক পরবীন।
চোর উজোরল সাধু মলীন।।
বিদ্যাপতি কহ বিহি অনুবন্ধ।
সুনইত গুনি জন মন রহু ধন্ধ।।