কি কহব রাইকো হরি অনুরাগ।
নিরবধি মনহি মনোভব জাগ।।
সহজে রুচির তনু সাজি কত ভাতি।
অভিসরু শারদ পূণমীকো রাতি।।
ধবল বসন তনু চন্দন পূর।
অরূণ অধরে ধরু বিশদ কপূর।।
কবরী উপরে করু কুন্দ বিথার।
কণ্ঠে বিলম্বিত মোতিম হার।।
কৈরবে ঝাঁপল করতল কাঁতি।
মলয়জ চন্দন বলয়কো পাঁতি।।
চান্দকি কৌমুদী তনু নহে চিন।
যৈছন ক্ষীর নীর নহে ভিন।।
ছায়া বৈরী না ছোড়ল বাদ।
চরণে শরণ করু যামিনী আধ।।
গোপাল দাস কহে সুচতুরী গোরী।
নূপুর রসন তুলি মুখ পূরী ।।