কি কহব বরজ- রাজকুল-মঙ্গল
তুহুঁ জীবন দূরদেশ।
ব্রজজন-মীন খীন-তনু জল বিনু
মরণ শরণ অবশেষ।।
মাধব যব তুহুঁ কয়লি পয়ান।
তবধরি গোকুল বিরহ বেয়াকুল
ছটফট ধরনি শয়ান।।
ব্রজপুরে অবিরতি শমন গতাগতি
যমুনা দেখি নিজ তীরে।
আদরে সোদর- চরণ পাখালই
ব্রজবধুলোচন-নীরে।।
নাগরি-নাগর হেরি তুহুঁ বিছুরলি
বনচারিণি বনকুঞ্জ।
দীনবন্ধু কহে খেদ বিফল নহে
নাগর তিরিবধপুঞ্জ।।