কি কহব বঁধুর পিরীতি।
নিরুপম সকলি কি রীতি।।
আপনা না জানে আমা পিয়ে।
রাখে মোরে হিয়ায় পুরিয়ে।।
সদায় বচন নিরখয়।
তবু আঁখি তিরপিত নয়
বচন শুনিতে সাধ কত।
রহে যেন সেবকের মত।।
আলতা পরায় মোর পায়।
আপনার নাম লেখে তায়।।
বলরাম দাসে কহে সার।
শ্যাম বঁধু রসের পাথার।।