কি কহব অগে সখি মোর অগেয়ানে।
সগরিও রয়নি গমাওল মানে।।
জখনে মোর মন পরসন ভেলা।
দারুন অরুন তখনে উগি গেলা।।
গুরুজন জাগল কি করব কেলী।
তনু ঝপইত হমে আকুল ভেলী।।
অধিক চতুরপন ভেলাহুঁ অয়ানী।
লাভকে লোভে মুলহু ভেল হানী।।
ভনই বিদ্যাপতি নিঅ মতি দোসে।
অবসর কাল উচিত নহি রোসে।।