“কি করিতে পারে গুরু দুরুজনে
হয় হউ অপযশ ।
চল চল যাব শ্যাম-দরশনে
ইথে কি আনের বশ।।
যা বিনে না জীয়ে আঁখির পলকে
তিলে কত যুগ মানি।
সে জন ডাকিছে মুরলী সঙ্কেতে
তুরিতে গমন মানি।।”
কেহ বলে–“শুন আমার বচন
রহিতে উচিত নহে।
চল চল চল যাব বৃন্দাবনে
মোর মনে হেন লয়ে।।”
কোন গোপী ছিল গৃহ পরিবারে
করিতে গৃহের কাজ।
গৃহ-কাজ ত্যজি চলিলা তখনি
যেমত আছিল সাজ।।
কোন গোপী ছিল দুগ্ধ আবর্ত্তনে
তেজিল দুগ্ধের খুরি।
আবেশে দুগ্ধেতে ঢালিয়া দিয়াছে
গাগরি ভরিয়া বারি।।
চলিলা তুরিতে সব তেয়াগিয়া
দুগ্ধ আবর্ত্তন ছাড়ি।
বৃন্দাবন-মুখে তখনি চলিলা
রহিল তেমতি পড়ি।।
কোন গোপী ছিল রন্ধন করিতে
শুধুই হাঁড়িতে জাল।
আনহি ব্যঞ্জনে আনহি দেওল
আনহি হাঁড়িতে ঝাল।।
রন্ধন উপেখি চলে সেই সখি
শ্রবণে শুনিয়া বাঁশী।
চণ্ডীদাস কহে আবেশে গমন
হয় হউ কুল হাসি।।