কি কথা কহিলা সহচরি।
কোথা গেল কি করিলা হরি।।
কার মুখে শুনিলি এ কথা।
সত্য কহ খাও মোর মাথা।।
শুনি প্রাণ চমকি উঠিল।
মন মতি ভ্রম হোই গেল।।
এত বলি ধরি সখী করে।
সখেদিত কহে গদাধরে।।
কি কথা কহিলা সহচরি।
কোথা গেল কি করিলা হরি।।
কার মুখে শুনিলি এ কথা।
সত্য কহ খাও মোর মাথা।।
শুনি প্রাণ চমকি উঠিল।
মন মতি ভ্রম হোই গেল।।
এত বলি ধরি সখী করে।
সখেদিত কহে গদাধরে।।