কি আর বিলম্বে কাজ।
তুরিত গমন করহ যতন
ভেটহ নাগররাজ।।
কিসের কারণে মানিনী হয়েছ
শুনহ কিশোরী গোরি।
সে শ্যাম নাগর তারে পরিহরি
এ তোর মহিমা বড়ি।।
দেখিল যেমন শুনহ কারণ
নিদান দেখিল শ্যামে।
তোমার বেণীর পদ্ম পড়েছিল
তাহাই ধরিয়া বামে।।
সেই পদ্ম ধরি নিজ করে করি
তা হাতে লইয়া কাঁদে।
এমনি দেখিল দেখাইব চল
বড়ই নিদান ছাদে।।
তোমার ধেয়ানে যেন যোগী জনে
যেমত দেখিয়াছি।
তাহার কারণে আমি সে আসিয়ে
তোমা নিতে আসিয়াছি।।
বাম করে ধরি করের অঙ্গুলি
জপই তোমার নাম।
মান তেয়াগিয়া তুরিতে যাইয়া
ভেটহ নাগর শ্যাম।।
চণ্ডীদাস বলে শুন শুন রাধে
বিলম্ব কেন বা কর।
শ্যাম সম্ভাষণে কানুর মালাটি
যতন করিয়া পর।।