কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে
দুহুঁ দোঁহা হেরি মুখ ছাঁদে।
তৃষিত চাতক নব জলধরে মিলল
ভুখিল চকোর চাঁদে।।
আধ নয়ানে দুহুঁ রূপ নিহারই
চাহনি আনহি ভাতি।
রসের আবেশে দুহুঁ অঙ্গ হেলাহেলি
বিছুরল প্রেম সাঙ্গাতি ।।
শ্যাম সুখময় দেহ গোরী পরশে সেহ
মিলল যেন কাঁচা ননী।
রাই তনু ধরি নারে আলাইল আনন্দ ভরে
শিরীশকুসুম-কমলিনী।।
অতসী কুসুম সম সম শ্যাম সুনায়র
নায়রী চম্পক গোর।
নব জলধরে জনু চাঁদ আগোরল
ঐছে রহল শ্যাম কোর।।
বিগলিত কেশ কুন্তল শিখিচন্দ্রক
বিগলিত নিতল নিচোল।
দুহুঁক প্রেমরসে ভাসল নিধুবন
উছলল প্রেম হিলোল।।
চণ্ডীদাস কহে– “দুহুঁ রূপ নিরখিতে
বিছুরল ইহ পরকাল।
শ্যাম সুখড়বর সুন্দর রসরাজ
সুন্দরী মিলই রসাল।।”