কিশোর বয়স মণি কাঞ্চন আভরণ
ভালে চূড়া চিকণ-বয়ান।
হেরইতে রস- সায়রে মন ডুবল
বহু ভাগ্যে রহল পরাণ।।
সখি রে শ্যামবন্ধু পন্থকি মাঝ।
একে হাম অবলা, একেলা জলে যাইতে
বিসরল সব গৃহকাজ।।
নয়ান-সন্ধান-বাণ, তনু মোর জড়জড়
কাহ্ন বিনি অবলম্বে।
বসন খসয়ে ঘন পুলকে পূরল মন
পানি না পুরিনু কুণ্ডে।।
ঘরে নহে ঘোর সম নিশির স্বপন হেন
আরতি তাক কহনে না যায়।
গোবিন্দদাস কহে পুন ধনি সুন্দরি
বাস করহ তরু-ছায়।।