কিশোরি কিরণে দুহেঁ অতি ভেল ভোর।
কনক লতিকা রাই নাগরের কোর।।
রাই মুখ বামে মুরলী করি করে।
তিলে দশ বার চাঁদ মুখানি নেহারে।।
নীলপীতবাস দেখি কুঞ্জের ভিতর।
অরুণের কাছে যেন নব জলধর।।
দুহুঁ জনার প্রেম দেখি সব গোপীগণ।
রাধা তোমার তুমি রাধার একুই জীবন।।
দেখিয়া দুঁহার রূপ অতি রসে ভোর।
গোবিন্দদাসের মনে যুগল কিশোর।।