কিবা সে রাধার রূপ কিরণ তার অপরূপ
ছটায় গৌর নিধুবন।
তাল তমাল বেল সব তরু গৌর ভেল
গৌর ভেল নিকুঞ্জ-কানন।।
গৌর সব সখিগণ গৌর নন্দনন্দন
জগত গৌর সম ভেল।
গৌর যমুনা-জল গৌর বনের ফুলফল
রাই রূপে সব গৌর হইল।।
কি আনন্দ বৃন্দাবনে হেরি রাই চান্দ বদনে
বিনোদ নাগর হরষিত।
শুক শারি আদি যত গুণ গায় অবিরত
রব শুনি অঙ্গ পুলকিত।।
জয় রাধে শ্রীরাধে রব চারিদিকে কলরব
আনন্দসাগরে সবে ভাসে।
সখিসহ রাধাশ্যাম কিবা অতি অনুপাম
হেরইতে গোবিন্দদাসে।।