কিবা রাতি কিবা দিন কিছুই না জানি।
জাগিতে স্বপনে দেখি কালা রূপখানি।।
আপনার নাম মোর নাহি পড়ে মনে।
পরাণ হরিলে রাঙ্গা নয়ন-নাচনে।।
কি খেনে দেখিলাম সই নাগর-শেখর।
আঁখি ঝরে মন কাঁদে পরাণ ফাঁফর।।
সহজে মুরতি খানি বড়ই মধুর।
মরমে পশিয়া সে ধরম কৈলে চূর।।
আর তাহে কত কত ধরে বৈদগধি।
কুলেতে যতন করে কোন বা মুগধি।।
দেখিতে সে চাঁদমুখ জগ-মন হরে।
আধ মুচকি হাসে কত সুধা ঝরে।।
কাল কপালে শোভে চন্দনের চাঁদে।
বলরাম বলে তেঞি সদাই পরাণ কাঁদে।।