কিবা কালিয়া রূপের ছটা।
কুবলয়দল দলিত অঞ্জন
জিনিয়া জলদঘটা।।
কিবা বদনে মধুর হাসি।
ঝরঝর ঝর ঝরয়ে অমিয়া
জিনি শরদের শশী।।
কিবা তেরছ নয়ানে চায়।
ভেদয়ে অন্তর করে জর জর
কি দিব উপমা তায়।।
কিবা ভুরু ভ্রমরের পাঁতি।
চন্দন তিলক ভালে ঝলমল
মজায় যুবতি জাতি।।
কিবা মকর কুণ্ডল কানে।
দোলে ঘন ঘন ভুবন ভুলয়ে
মদন না জিয়ে প্রাণে।।
কিবা ময়ূর চন্দ্রিকা মাথে।
কহে নরহরি হেরি কুলবতী
দাঁড়াইল কলঙ্ক পথে।।