কিবা কহ নবদ্বীপ-চান্দ।
শুনইতে সব মন বান্ধ।।
আনহ নীল নিচোল।
সব অঙ্গ ঝাঁপহ মোর।।
চিরদিনে মীলব তায়।
এত কহি কোন দিশে চায়।
সোই ভাবে অবতার।
রাধামোহন পহুঁ সার।।
কিবা কহ নবদ্বীপ-চান্দ।
শুনইতে সব মন বান্ধ।।
আনহ নীল নিচোল।
সব অঙ্গ ঝাঁপহ মোর।।
চিরদিনে মীলব তায়।
এত কহি কোন দিশে চায়।
সোই ভাবে অবতার।
রাধামোহন পহুঁ সার।।