কিছু বৈল না হে কৈয় না হে
কথা শুনি ফাটে মোর বুক।
তোমা না দেখিলে প্রাণ
সদা করে আনছান
দেখিলে সে জিয়ে চাঁদমুখ।।ধ্রু।।
তুমি জল আমি মীন
আমি দেহ তুমি প্রাণ
তুমি চন্দ্র আমি যেন নিশি।
কে জানে না জানি কেনে
আধ তিল তোমা বিনে
আপনা ভসম সম বাসি।।
সরল সারিকা হাম
পঞ্জর তোমার প্রেম
তাহে বন্দী হইয়াছি হরি।
তোমার বিয়োগে হাম
সদাই বিয়োগী হে
তেঞি আনি দধির পসারি।।
দাড়াঞা পথের মাঝে
তিলাঞ্জলি দিলাম লা জে
তুয়া গুণে তুলিয়া নিসান।
হের দেখ ওহে শ্যাম
দুই বাহুতে তোমার নাম
দাগিয়া রাখ্যাছি নিজ প্রাণ।।
ধৈরজ ধরিতে নারি
এক নিবেদন করি
না হইও মোর বধের বধী।
বংশীবদনে কয়
এ কথা অন্যথা নয়
এক জিউ দুই কৈল বিধি।।