কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল।
চরন-চপল-গতি লোচন লেল।
অব সব খন রহু আঁচর হাত।
লাজে সখিগন ন পুছএ বাত।।
কি কহব মাধব বয়সক সন্ধি।
হেরইত মনসিজ মন রহু বন্ধি।।
তইঅও কাম হৃদয় অনুপাম।
রোএল ঘট ঊচল কএ ঠাম।।
সুনইত রস-কথা থাপয় চীত।
জইসে কুরঙ্গিনী সুনএ সঙ্গীত।।
সৈসব জৌবন উপজল বাদ।
কেও ন মানএ জয়-অবসাদ।।
বিদ্যাপতি কৌতুক বলিহারি।
সৈসব সে তনু ছোড় নহি পারি।।