কাহে পুন গৌর কিশোর।
জাগত যামিনী জনু ব্রজ-কামিনী
নব নব ভাবে বিভোর।।
কাঞ্চন বরণ ভেল পুন বি-বরণ
গদ গদ হরি হরি বেল।
মুখ অতি নীরস শবদহি বুঝিয়ে
মনমথ মথন হিলোল।।
স্তম্ভ কল্প অরু অঙ্গে পুলক ভরু
উতপত সকল শরীর।
ঘন ঘন শ্বাস বহত লুঠত মহী
নয়নহি বহ ঘন নীর।।
ঐছন ভাঁতি করত কত বিতরণ
প্রেম-রতন-বর দীনে।
আপন করমদোষে ও ধনে বঞ্চিত
রাধামোহন দাস হীনে।।