কাহারে কহিব মনের মরম
কেবা যাবে পরতীত।
কানুর পীরিতি ঝুরি দিবা রাতি
সদাই চমকে চিত।।
সই,ছাড়িতে নারি যে কালা।।
কুল তেয়াগিয়া ধরম ছাড়িয়া
লইব কলঙ্কের ডালা।।
মাথায় করিয়া দেশে দেশে ফিরে
মাগিয়া খাইব তবে।
সতী চরচার কুলের বিচার
তবে সে আমার যাবে।।
চণ্ডীদাস কয় কলঙ্কে কি ভয়
যে জন পীরিতি করে।
পীরিতি লাগিয়া মরমে ঝুরিয়া
কি তার আপন পরে।।