কাহারে কহিব মনের বেদনা
ছাড়িল গোলোকপতি।
সুখের আমোদ বৈভব বসতি
ভাঙ্গল এ দিন রাতি।।
আর কিবা দেখ কানাই ছাড়িল
ভাঙ্গিল রসের হাট।
আসিয়ে অক্রূর কৈল এত দূর
সেই সে পড়িল বাট।।
তার সনে ছিল কিসের বিবাদ
সাধিল আপন কাজ।
তার মনোরথ পূরল সুন্দর
মোর শিরে দিয়ে বাজ।।
কিসে প্রবোধিব প্রবোধ না মানে
জলে প্রবেশিব গিয়া।
* * * *
করে কর ধরি যশোদা সুন্দরী
তুলল চেতন ধনী।
মুখে জল দিয়া গৃহে গেলা লয়া
কহেন ঐছন বাণী।।
চণ্ডীদাস কান্দে স্থির নাহি বান্ধে
অবনী গড়িয়া যায়।
লোরে পথ অতি না দেখি মূরতি
যেমন পাষাণ কায়।।