কাহারে কহিব দুস্কের কাহিনি
কহিতে নাহিক ঠাই।
খির স্বর দধি করি নানাবিধি
বন্ধুরে না দিলাম তাই।।
সই, কি আর তোমাতে কহি।
* * * * * *
* * * * ।।
* * * * * *
* অকাজ কৈলাম।
বন্ধুর পিরিতি ঝোয়ে দিবারাতি
জলন্ত আনলে রৈলাম ।।
ক্ষেনে ক্ষেনে মন করে উচাটন
বিসম কুসুম-সরে।
কাহাতে কহিব কে আছে বান্ধব
পরান কেমন করে।।
কহে চণ্ডিদাস করহ বিশ্বাস
সে গো রাজার ঝি।
বিধির বিপাকে আপনা পর হয়ে
পরেরে বলিবে কি।।