কালী দলিল আহ্মে শলিল শোধিল।
কংস মারিবারে আহ্মে আবতার কৈল।।
মামা বধ করিবোঁ মো লিখিত করম।
তেকারণে গোপকুলে লভিল জরম।।
পসরিলহে মদন পাঁচ বাণে।
কে তোর রাখিবে রাখঊ পরাণে।।ধ্রু।।
হের ফুলের ধনু ফুলের পাঁচ বাণ।
এহি ফুলেঁ আজি তোর লইবোঁ পরাণ।।
আহ্মার খাঁখার কৈলেঁ সব জন থানে।
তেকারণে রাধা তোক যোড়োঁ পাঁচ বাণে।।
হেন পাঁচ বাণে কাহ্ন মরে পরতিরী।
আহ্মা না চিহ্নসি রাধা বড় আছিদরী।।
পুরুবে দূতী মারিলি কমণ কারণে।
এবেঁ তোর ফল হের দেঁও এহি বাণে।।
বাম হাথে ধনুক ডাহিণ হাথে বাণ।
রাধার হিআত মাইল সুদৃঢ় সন্ধান।।
পড়িলী হালিআঁ রাধা ফুলের শরে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে।