কালিয়া কালিয়া বলিয়া বলিয়া
জনমে কি ফল পানু।
হিয়া দগদগি পরাণ পোড়নি
মনের আগুনে মনু।।
গোকুল নগরে কেবা কি না করে
তাহে কি নিষেধ বাধা।
সতী কুলবতী সে সব যুবতী
হাম কলঙ্কিনী রাধা।।
এ ঘর করণ বিধি নিদারুণ
পীরিতি পরের বশে।
হেন করে মন হউক মরণ
আর যত অপযশে।।
বাহির বেড়াতে লোকচরচাতে
বিষম হইল ঘরে।
পীরিতি বলিয়া যতেক বৈরী
আপন বলিব কারে।।
রাধা মেনে কেহ নাম নাহি লবে
এখানে অমনি মলে।
চণ্ডীদাস বলে সবারে পাইবে
বঁধু আপনার হলে।।