কালা গরলের জ্বালা আর কি সহে অবলা
তাহে মুই কুলের বৌহারি।
অন্তরে মরমব্যথা কাহারে কহিব কথা
গুপতে গুমরি মরি মরি।।
সখি হে, বংশী দংশিল মোর কাণে।
ডাকিয়া চেতন হরে পরাণ না রহে ধড়ে
তন্ত্র মন্ত্র কিছুই না মানে।।
মুরলী সরল হয়ে বাঁকার মুখেতে রয়ে
শিখিয়াছে বাঁকার স্বভাব।
দ্বিজ চণ্ডীদাসে কয় সঙ্গদোষে কি না হয়
রাহুমুখে শশী মসী লাভ।।