কার ভাবে শ্যাম নদেয় এলো । ও তার ব্রজের ভাবের কি অসুসার ছিল।।
গোলোকেরি ভাব ত্যজিয়ে যে ভাব প্রভু ব্রজপুরে লয়েছিল যেহি ভাব,
এবে নাই ত সে ভাব দেখি নূতন ভাব এ ভাব বুঝিতে কঠিন হ’লো।।
সত্য যুগে সঙ্গে কে সঙ্গী ছিল ত্রেতায় সঙ্গী সীতে লক্ষ্মী হ’লো,
দ্বাপরে সঙ্গিনী রাধা রঙ্গিনী কলির ভাবে তারা কোথায় ব’লো।।
কলিযুগের ভাব একি অসম ভাব নাহি ব্রত-পূজা নাহি অন্যভাব,
ছিল দণ্ডিবেশ, কেবল দণ্ড কমণ্ডলু নিতাই এসে তাহা ভেঙ্গে দিল।।
উহার ভাব জেনে ভাব নেওয়া হ’লো দায় না জানি কখন কি ভাব উদয়
করলে তিনটি লীলে এক নদীয়ায়, লালন ভেবে দিশে নাহি পেলো।।