কামিনী বৃন্দাবনে মোহ লোভে করে খেলা আমার মন পাখী হৈলরে হরবোলা।
কখন বধূ কখন সাধু, কখন ভূতের চেলা,
দিন যামিনী ভূত বেগারে মন করে উতালা।
কখন পানী কখন বহ্নি কাম সাগরে মেলা।
বেদ-বেদান্ত আদেশ মানা করে অবহেলা,
বারে বারে ডাকি তারে, পিঞ্জর রাখে খোলা,
দিগ-দিগন্তর উড়ে চলে আঁখি না রাখে মেলা।
গেলে পাখী আয় না ফিরে এ কি বিষম জ্বালা,
দিল্ দরিয়ায় ডুব দিয়ে দেখ বন্ধ চাবি যায় খোলা।
কপাট খোলে নয়ন মেলে দেখরে রঙের খেলা,
জহুর বলে রঙ্-মহলে, বাজে কেবল একতালা।