কানু প্রবোধ করি আওল সহচরি
মীলল রাইক পাশ।
কহতহিঁ চাতুরি বচন সুমাধুরি
তাহে মিশাইয়া হাস।।
মানিনি অবনত বদনহি লীখত
ইহ মহি মণ্ডল মাঝ।
ইতি উতি সহচরি রহে নিশবদ করি
সবহুঁ বিছুরল কাজ।।
দোতি কহয়ে ধনি কাহে ভেলি মানিনি
তোঁহারি সে নাগর রাজ।
বিষম কুসুম শরে সো ভেল জর জর
লুঠই নিকুঞ্জক মাঝ।।
অনেক যতন করি মোরে পাঠায়ল হরি
জিউ রাখে তুয়া আশোয়াসে।
বংশীবদন কহ হামারি বচন রাখ
মীলহ কানুক পাশে।।