কানু পরিবাদ মনে ছিল সাধ
সফল করিল বিধি।
কুজন বচনে ছাড়িব কেমনে
সে হেন গুণের নিধি।।
বঁধুর পীরিতি শেলের ঘা
পহিলে সহিল বুকে।
দেখিতে দেখিতে ব্যথাটি বাড়ল
এ দুখ কহিব কাকে।।
হিয়া দর দর করে নিরন্তর
যারে না দেখিলে মরি।
হিয়ার ভিতরে কি শেল সাঁধাইল
বল না কি বুদ্ধি করি।।
অন্য ব্যথা নয় বোধে শোধে যায়
হিয়ার মাঝারে থুয়া।
কুলবতী হৈয়া কুল তেয়াগিয়া
কেমনে রয়েছে সয়া।।
আমরা অখল হৃদয় সরল
কথায় ভুলিয়া গেনু।
পরের কথায় পীরিতি করিয়া
জনম কাঁদিয়া মনু।।
সকল ফুলে ভ্রমরা বুলে
কি তার আপন পর।
চণ্ডীদাস কহে কানুর পীরিতি
কেবল দুখের ঘর।।