কানু কথা শুনি গদগদ ভাষ।
মীলতি সহচরি রাইক পাশ।।
কহতহি সহচরি শুন বর-গোর।
তুয়া লাগি হালত নন্দ-কিশোর।।
তুয়া রূপ নিরখই তরু দেই কোর।
হেরইতে গলতহি লোচন লোর।।
যব নহি সুন্দরি করবি পয়াণ।।
তব জিউ তেজব নাগর কান।।
সহই ন পারই মদন হুতাশ।
চামর ঢুলায়ত গোবিন্দদাস।।