কানু উপেখি রাই মহি লেখই
মানিনি অবনত-মাথ।
নিরুপণ নারি- বেশ ধরি সো হরি
আয়ল সহচরি সাথ।।
শুন সজনি কী ফল মানিনি-মানে
ঢীট কানাই কতহু-ভঙ্গি জানত
কো করু কত অবধানে।।
শ্যামরি হেরি সখিক রাই পূছত
সো কহ ব্রজ-নব-রামা।
তুয়া সখি হোত যতনে চলি আয়লি
কোরে করহ ইহ শ্যামা।।
করতহি কোরে পরশ সঞে জানল
কানুক কপট বিলাস।
নাসা পরশি হারি দিঠি কুঞ্চিত
হেরত গোবিন্দদাস।।