কানু আনিতে সোই সহচরি
চলল বিপিনক পন্থ।
গোঠ গোবর্দ্ধন যমুনা কি কানন
এ সব দুরন্ত একান্ত।।
সহচরি কাঁহা নাহি পাওল কান।
যমুনার তীরে পড়ি রহু মাধব
হৃদয় করত অনুমান।।
চূড়া শিখণ্ড বিভঙ্গিম
মুরলী পড়ি রহু দূরে।
রাই রাই করি বোলত ঘন ঘন
সঘনে নয়ান দুটী ঝুরে।।
গোবিন্দদাস কহে বিষম সংশয়
দেখলু মো বর কান।
রাইক মান রাখিতে সো ধনি
ধরলহি আপনাক ঠাম।।