কানু অঙ্গপরশে শীতল হব কবে।
মদন-দহন-জ্বালা কবে সে ঘুচিবে।।
বয়ানে বয়ান হেরি কবে সে ধরিবে।
বয়ানে বয়ান দিলে হিয়া জুড়াইবে।।
করে ধরি পয়োধর কবে সে চাপিবে।
দুখদশা ঘুচি তবে সুখ উপজিবে।।
বাশুলী এমন দশা কবে সে করিবে।
চণ্ডীদাসের মনোদুখ তবে সে ঘুচিবে।।
কানু অঙ্গপরশে শীতল হব কবে।
মদন-দহন-জ্বালা কবে সে ঘুচিবে।।
বয়ানে বয়ান হেরি কবে সে ধরিবে।
বয়ানে বয়ান দিলে হিয়া জুড়াইবে।।
করে ধরি পয়োধর কবে সে চাপিবে।
দুখদশা ঘুচি তবে সুখ উপজিবে।।
বাশুলী এমন দশা কবে সে করিবে।
চণ্ডীদাসের মনোদুখ তবে সে ঘুচিবে।।