কানুর পীরিতি চন্দনের রীতি
ঘসিতে সৌরভময়।
ঘসিয়া আনিয়া হিয়ায় লইতে
দ্বিগুণ জ্বালা যে হয়।।
সই, কে বলে পীরিতি হীরা।
সোনায় জড়িয়া হিয়ায় করিতে
দুখ সে লাগিল ফিরা।।
পরশ-পাথর হয় যে শীতল
বলে যে সকল লোকে।
আমি অভাগিনী পীরিতি না জানি
এতেক পাইলুঁ শোকে।।
সব কুলবতী করয়ে পীরিতি
এমতি না হয় তারে।
এ পাড়া-পড়সী ডাকিনী-সদৃশী
সকলি দোষয়ে মোরে।।
গৃহের গৃহিণী সঙ্গে ননদিনী
বলয়ে বচন যত।
কহিলে কি যায় কি করি উপায়
পরাণে সহিবে কত।।
নান্নুরের মাঠে গ্রামের নিকটে
বাশুলী আছয়ে যথা।
তাহার আদেশে কহে চণ্ডীদাসে
সুখ যে পাইবে কোথা।।